ভারতজুড়ে বাড়ছে চীনবিরোধী উত্তেজনা, চীনা পণ্য বয়কটের ডাক
- আপডেট সময় : ০৮:০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
সীমান্তে ভারতীয় সেনাদের প্রাণহানির পর থেকে ভারতজুড়ে বাড়ছে চীনবিরোধী উত্তেজনা। চীনের পতাকা ও দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ে কুশপুত্তলিকা পোড়ানোর পাশাপাশি চীনা পণ্য বয়কটের ডাক দিয়েছে বিক্ষোভকারীরা। এর মধ্যেই চীন থেকে ভারতে আমদানিকৃত পণ্যে কাস্টমসের ছাড়পত্র মিলছে না বলে অভিযোগ পাওয়া গেছে। উদ্ভূত পরিস্থিতিতে বিপাকে পড়েছেন চেন্নাই ও মুম্বাই বন্দরের আমদানিকারকরা।
চীন থেকে আমদানিকৃত পণ্যের ছাড়পত্র পেতে যে দেরি হবে তার ইঙ্গিত স্পষ্ট। তবে অফিসিয়ালি এর সুনির্দিষ্ট কোনও কারণ জানানো হয়নি।আমদানিকৃত পণ্য ক্লিয়ারেন্স পেতে অনেকগুলো স্তর পার হতে হয়। নজরদারির সময় কোনও অসামঞ্জস্যতা না মিললে তবেই সেই পণ্যের উপর আউট অব চার্জ অর্ডার পাওয়া যায়। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, চীনা পণ্যে ছাড়পত্র বা ক্লিয়ারেন্সের বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছে। বিশেষ করে অত্যাবশ্যকীয় পণ্য না হলে তার ছাড়পত্র মিলছেই না। ভারতে মোট আমদানিকৃত পণ্যের ১৪ শতাংশ আসে চীন থেকে।