ময়মনসিংহ, মৌলভীবাজার ও ফেনীতে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

- আপডেট সময় : ১২:৩৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ময়মনসিংহ, মৌলভীবাজার ও ফেনীতে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু
ময়মনসিংহের গফরগাঁওয়ে জ্বর, কাশি ও শ্বাসকষ্টের মতো করোনা উপসর্গ নিয়ে আব্দুস ছাত্তার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাইনউদ্দিন খান মানিক জানান, মৃত আব্দুস ছাত্তার উপজেলার হাটুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি বেশকিছু দিন ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের সুপারী ব্যবসায়ী মুজিবুর রহমান মবু করোনা উপসর্গ নিয়ে গেলো রাতে নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ৫-৬ দিন ধরে জ্বর-সর্দি ও গলাব্যথায় ভুগছিলেন তিনি। এ নিয়ে জেলায় করোনা উপসর্গেই ৩০ জনের মৃত্যু হলো।
.
এদিকে, ফেনীতে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সালমা খাতুন নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামের সফিউল্লাহর স্ত্রী। বুধবার সন্ধ্যায় অসুস্থ অবস্থায় সরকারি-বেসরকারি কোন হাসপাতালেই ভর্তি হতে না পেরে শহরের শহীদুল্লাহ কায়সার সড়কে তার মৃত্যু ঘটে।