এজিবি কলোনী কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় সব ধরণের পণ্য এখনো চড়া দামেই বিক্রি হচ্ছে
- আপডেট সময় : ০১:৩৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকার অধিকাংশ বাজারে সবজির দাম কমতে শুরু করলেও এজিবি কলোনী কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় সব ধরণের পণ্য এখনো চড়া দামেই বিক্রি হচ্ছে। সরবরাহ যথেষ্ট থাকার পরও নানা অজুহাতে ব্যবসায়ীরা সিণ্ডিকেট করে বেশী দাম নিচ্ছেন অভিযোগ করে ক্রেতারা নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন। অন্যদিকে পাশের মালিবাগ বাজারে অপরিবর্তিত রয়েছে মাছ, মুরগীসহ অধিকাংশ মুদিপণ্যের দাম।
রাজধানী ঢাকার অধিকাংশ বাজারে সবজির দাম কমলেও এজিবি কলোনী কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় সব ধরণের পণ্য সবসময় চড়া দামেই বিক্রি করছেন ব্যবসায়ীরা। এখানে করলা পোটল কাচাঁমরিচসহ সব ধরনের সবজি কেজিতে অন্তত ২০/৩০ টাকা বেশী নেয়ায় ক্ষুব্ধ ক্রেতারা।
বাজারে স্থিতিশীল রয়েছে রুই-কাতলাসহ সব ধরনের চাষের মাছের দাম। তবে ছোট মাছ ও ইলিশের দাম তুলনামূলক বেশী নেয়া হচ্ছে। আকারভেদে ইলিশের হালি বিক্রি হচ্ছে সাড়ে ৪ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত। ব্যবসায়ীদের দাবি- সরবরাহ ভালো থাকলেও ক্রেতা কমার কারণে দাম বেশি। এদিকে গরু-খাসির মাংসের দাম আগের মতো থাকলেও বেড়েছে দেশী মুরগী ও ব্রয়লারের দাম। করোনার দুর্যোগ কেটে গেলে দাম সহনীয় হয়ে আসতে পারে বলে জানান ব্যবসায়ীরা।