তরা ব্রীজে পাটুরিয়ামুখী একটি ট্রাকচাপায় স্বপন কুমার ঘোষ নামে এক বিক্রয় প্রতিনিধির মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪১:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার তরা ব্রীজে পাটুরিয়ামুখী একটি ট্রাকচাপায় স্বপন কুমার ঘোষ নামে এক বিক্রয় প্রতিনিধির মৃত্যু হয়েছে।
সকালে ভ্যানে করে মানিকগঞ্জ থেকে এসিআই কোম্পানীর মালামাল নিয়ে বানিয়াজুড়ি বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন তিনি। মালবোঝাই ভ্যানের পেছনে বসে থাকা অবস্থায় পেছন দিক থেকে একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিয়ে চলে যায়। এসময় ভ্যানের চালক ছিটকে পড়ে গেলেও দুর্ঘটনাস্থলে মারা যায় স্বপন। দুর্ঘটনার খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়। নিহত স্বপন জেলার শিবালয় উপজেলার বাকলা গ্রামের মনিন্দ্র কুমার ঘোষের ছেলে।