প্রণোদনা বাস্তবায়ন না করলে ব্যাংক থেকে সরকারি আমানত তুলে নেয়ার প্রস্তাব এফবিসিসিআই’র
- আপডেট সময় : ০৭:৫৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
চলমান করোনার প্রাদুর্ভাবে অর্থনীতির ক্ষতি মোকাবিলায় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ ব্যাংকগুলো বাস্তবায়ন না করলে সরকারি আমানত তুলে নেয়ার প্রস্তাব দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন- এফবিসিসিআই। শনিবার মতিঝিলে প্রতিষ্ঠানটির কার্যালয়ে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে এ প্রস্তাব দেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। এ সময় প্রণোদনা প্যাকেজে ঋণ বিতরণকারী ব্যাংকগুলোর ক্ষেত্রে আগামী অর্থবছরে ১ শতাংশ করপোরেট কর মওকুফ করারও দাবি জানান তিনি।
২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে মতামত তুলে ধরতেই শনিবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন- ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ- এফবিসিসিআই।
শুরুতেই করোনা ভাইরাস মোকাবিলায় প্রশংসনীয় ভূমিকা রাখায় ব্যবসায়ী, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক এবং প্রশাসনসহ সরকারি-বেসরকারী সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান, এফবিসিসিআই সভাপতি।
করোনার মন্দা মোকাবিলায় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে কিছু ব্যাংকের অনীহা রয়েছে উল্লেখ করে ওই প্যাকেজ বাস্তবায়নে সহযোগিতা না করলে ব্যাংক থেকে সরকারি আমানত তুলে নেয়ার দাবি জানান তিনি।
প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নকারী ব্যাংকগুলোর ক্ষেত্রে আগামী অর্থবছরে ১ শতাংশ করপোরেট কর মওকুফ করার দাবিও জানান এফবিসিসিআই সভাপতি।
এ সময় আগামী তিন বছরের জন্য অগ্রিম আয়কর বিলুপ্ত করে এবং ট্যাক্স-ভ্যাট কমিয়ে স্বয়ংক্রিয় রেভিনিউ পদ্ধতি বাস্তবায়নের প্রস্তাব করেন শেখ ফজলে ফাহিম।
দেশের অর্থনীতির বড় একটি অংশই অপ্রাতিষ্ঠানিক খাতে রয়েছে জানিয়ে তাদের প্রাতিষ্ঠানিক খাতে অন্তর্ভুক্ত করে সরকারের আয় বাড়ানোর পরামর্শ দেন এফবিসিসিআই সভাপতি।