করোনা উপসর্গে নিয়ে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

- আপডেট সময় : ০১:৫৩:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
করোনা উপসর্গে কুমিল্লায় ৬ জনসহ মাদারীপুর, ফেনী ও সাতক্ষীরায় ৯ জনের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ৬ জন । এদের মধ্যে ৪জন পুরুষ ও ২জন নারী। সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তারা। সহকারি সার্জন ডা. মুক্তা রানি জানান, ৬ জনই জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন।
করোনা উপসর্গে মাদারীপুর শহরের দরগাখোলা কালিবাড়ি এলাকার শ্যামাপদ শীলের মৃত্যু হয়েছে । এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হলো।
ফেনীর ছাগলনাইয়ায় করোনা উপসর্গ নিয়ে পেয়ারা বেগম নামে এক নারী মারা গেছেন।ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । তিনি পৌরসভার উত্তর মটুয়া গ্রামের কোনা ভূঞা বাড়ির মৃত আবুল কালামের স্ত্রী।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় নমুনা দেওয়ার এক দিন পর জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে জি. এম ওমর ফারুক নামের এক গ্রাম্য চিকিৎসকের মৃত্যু হয়েছে । তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের মারকা-কুকোডাঙ্গা গ্রামের বাহারউদ্দিন সরদারের ছেলে । মৃত্যু ওমর ফারুক ভাড়াশিমলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে তিনি মারা যান।