করোনায় বিশ্বে প্রাণহানি ৫ লাখ ছাড়িয়েছে, আক্রান্ত ১ কোটিরও বেশি মানুষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
করোনায় বিশ্বে প্রাণহানি পাঁচ লাখ ছাড়িয়েছে। ভাইরাসটিতে আক্রান্ত এক কোটিরও বেশি মানুষ। এরমধ্যে যুক্তরাষ্ট্রেই শনাক্ত ২৫ লাখের বেশি।
দেশটিতে নতুন করে বাড়ছে সংক্রমণ। লাতিন আমেরিকার দেশ ব্রাজিলেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনার ভ্যাকসিন তৈরিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, অ্যাস্ট্রাজেনেকার সাথে চুক্তি করেছে ব্রাজিল সরকার। করোনায় আক্রান্ত হয়েছেন, সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী এবং দেশটির পার্লামেন্টের স্পিকার। এদিকে, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া রাজ্যে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে। চীনে নতুন শনাক্ত ১৭ জন; যার বেশিরভাগই বেইজিংয়ের। গেলো ২৪ ঘন্টায় ইতালিতে চারমাসের মধ্যে সবচেয়ে কম মৃত্যু হয়েছে করোনায়। একদিনে প্রাণ গেছে আটজনের। এদিকে, বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫০ লাখের বেশি মানুষ।