রুনা লায়লা হত্যা মামলায় আসামীকে গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে স্বজনদের অভিযোগ
- আপডেট সময় : ০৫:৫৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০
- / ১৬২৮ বার পড়া হয়েছে
ঝালকাঠির রাজাপুরে নির্যাতনের পর রুনা লায়লা নামে এক গৃহবধূকে হত্যার ঘটনায় স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও পুলিশ তাকে গ্রেপ্তার করছেনা বলে নিহতের স্বজনরা অভিযোগ করেছেন।
ইউপি সদস্য আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে সকালে ঝালকাঠি শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধ করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহর ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ ও মানববন্ধন করে। নিহত গৃহবধূর বাবা আমির হোসেন গাজীর অভিযোগ, তাঁর ছোট মেয়ে রুনা লায়লার দশ বছর আগে বিয়ে হয় একই উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের মজিবর হাওলাদারের ছেলে আব্দুল কুদ্দুসের সাথে। তাদের দুটি সন্তান রয়েছে। তার মেয়ে জামাই কুদ্দুস মেম্বর নির্বাচন করার সময় শ্যালকের কাছ থেকে দুই লাখ টাকা নেয়। সেই টাকা পরিশোধ না করে সম্প্রতি আবারো দুইলাখ টাকা দাবি করে। টাকা না দেওয়ায় রুনা লায়লাকে গত ২১ মে নির্যাতনের পরে হত্যা করে কুদ্দুস। রুনা লায়লার শরীরে লাঠি দিয়ে পেটানো ও আয়রণ দিয়ে স্যাঁকা দেওয়ার চিহ্ন রয়েছে। পরে আত্মহত্যা বলে প্রচারণা চালায় ইউপি সদস্য কুদ্দুস।