নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরায় জরিমানা
- আপডেট সময় : ০৭:১৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরার অভিযোগে পটুয়াখালীর মহিপুরে ৬টি ট্রলারকে ৩ লাখ টাকা ও বরফ উৎপাদন করায় একটি বরফকলকে ১০ হাজার টাকা জরিমানা করেছে মৎস্য বিভাগ।
সকালে অভিযান চালিয়ে মাছ ধরতে যাওয়া ২টি ট্রলারকে ২৫ জন জেলে সহ আটক করে মৎস্য বিভাগের অভিজানিক দল। এর আগে শনিবার রাতে আরো চারটি ট্রলার ও ২৭ জেলেকে আটক করে মহিপুর থানা পুলিশ। পরে মহিপুর থানা প্রাঙ্গনে উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা নিষিদ্ধকালীন সময়ে সাগরে মাছ আরোহন সামুদ্রিক মাছ বিধিমালা ১৯৮৩ এর বিধি ১৯/এ লঙ্ঘন করায় আটককৃত ট্রলারের মালিকদের ৫০ হাজার টাকা করে জরিমানা করে জেলেদের কাছ থেকে মুচলেকা রেখে তাদের ছেড়ে দেন এবং ট্রলারগুলো আগামী ২৩ জুলাই পর্যন্ত মালিকের ঘাটে জব্দ রাখার নির্দেশনা প্রদান করেন। এসময় জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্ল্যাহ ও আলিপুর মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি আনসার মোল্লা উপস্থিত ছিলেন।