লাদাখে চীনাদের যোগ্য জবাব দেয়া সম্ভব হয়েছে :নরেন্দ্র মোদি
- আপডেট সময় : ০৮:০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
লাদাখে চীনাদের যোগ্য জবাব দেয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চীন ফের অশান্তি করলে পাল্টা জবাব দেয়া হবে বলেও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে।
রোববার দেশটির রেডিও অনুষ্ঠান- মন কি বাতে প্রধানমন্ত্রী মোদি বলেন, ভারত যেমন বন্ধুত্ব করতে জানে, তেমন শত্রুদের জবাব দিতেও জানে। যে হারে দেশের মানুষ চীনা পণ্য বয়কটের ডাক দিয়েছে, তার প্রভাব সে দেশের অর্থনীতিতেও পড়বে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। এ সময় মোদি- চীনের সঙ্গে সংঘর্ষে ২০ সেনার মৃত্যুর বিষয়টিও যোগ করেন। চীনে দায়িত্বরত ভারতের রাষ্ট্রদূত বিক্রম মিশ্রি সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় যে সমস্যা তৈরি হয়েছে তা আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার একমাত্র রাস্তা হলো চীনের পক্ষ থেকে সেখানে নতুন অবকাঠামো নির্মাণ বন্ধ করা। তিনি বলেন, গালওয়ান উপত্যকার ওপর চীনের সার্বভৌমত্বের দাবি মোটেই যুক্তিযুক্ত নয়।