মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০
- / ১৫২৩ বার পড়া হয়েছে
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানু করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সকাল ৮টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব মোঃ হাবিবুর রহমান। গত ১৩ জুন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু করোনায় আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন। মন্ত্রী সুস্থ হয়ে ফিরলেও তার স্ত্রী সেখানে চিকিৎসাধীন ছিলেন। গত দুইদিন তিনি ওই হাসপাতালে ভেন্টিলেশনে ছিলেন। সকালে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও দুই মেয়েসহ পরিবারের অপর সদস্যদের রেখে যান। বাদ যোহর গাজীপুর সিটি করপোরেশনের কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন মাঠে তার জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।