বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে এ পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৭:২৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
বুড়িগঙ্গায় যাত্রীবাহী লঞ্চডুবিতে এ পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে এখনও অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্ট গার্ড। সকালে সদরঘাটের শ্যামবাজার পয়েন্টে ময়ূর-২ নামের লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় মর্নিং বার্ড লঞ্চ। খবর শুনে ঘটনাস্থল পরিদর্শনে আসেন নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ সময় লঞ্চডুবির ঘটনাকে পরিকল্পিত উল্লেখ করে তিনি বলে এটি একটি হত্যাকান্ড। নিহতদের পরিবার-প্রতি দেড় লাখ টাকা আর লাশ দাফনের জন্য ১০ হাজার টাকা করে অনুদানের ঘোষণা দেন তিনি। এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জের কাঠপট্টি থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে মর্নিং বার্ড নামের ছোট এ লঞ্চটি ঢাকায় আসছিলো । এসময় সামনে থাকার পরও কোনো কিছুর তোয়াক্কা না করে মর্নিং বার্ড লঞ্চকে চাপা দেয় চাঁদপুর থেকে আসা ময়ুর-২। এতে মুহূর্তের মধ্যেই বুড়িগঙ্গায় ডুবে যায় লঞ্চ মর্নিং বার্ড।
ঘটনা জানাজানির পর দ্রুত শুরু হয় উদ্ধার তৎপরতা। এতে যোগ দেয় বিআইডব্লিউ টিএ, কোষ্টগার্ড,নৌবাহিনী, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
একে একে করে শুধু লাশ তুলে আনছে তারা। লঞ্চটিতে ৫০ জনের বেশি যাত্রী থাকলেও এ উদ্ধার হয়েছে ৩২ জনের মরদেহ। এদের মধ্যে,৮ জন নারী ও ৪ শিশু ও ১৯ জন পুরুষ রয়েছে।
বুড়িগঙ্গা পাড়ে থাকা স্বজনদের চোখে মুখে ছিল উদ্বেগ আর উৎকন্ঠা। লাশ দেখার পর প্রিয়জন হারানোদের কান্নায় ভারী হয়ে উঠে আশপাশের পরিবেশ।
বিআইডব্লিউটিএ চেয়ারম্যান গোলাম সাদেক জানান, উদ্ধার তৎপরতা জোরালো করা হয়েছে। প্রথমে লাশগুলো তোলা হলে পরে লঞ্চটিকে উদ্ধার করা হবে।
এসময় উদ্ধার তৎপরতা চালানো কর্মীরাও জানান লাশ উঠানোর সেই সময়ের কথা।
উদ্ধার কাজের তৎপরতা সম্পর্কে কথা বলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন।
লাশে ভরা নৌকাটি যখন পাড়ে নিয়ে আসা হয়, তখন অনেকে ছুটে আসেন স্বজনদের খোঁজে।
বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে আসেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমদু চৌধুরী। এসময় লঞ্চডুবির ঘটনাকে পরিকল্পিত উল্লেখ করে তিনি বলেন, এটি একটি হত্যাকান্ড।
এ ঘটনা তদন্তে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিআইডিব্লিওটিএ।