ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মসজিদের ইমাম নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় গিয়াস উদ্দিন নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন।
সোমবার রাতে ঠাকুরগাঁও মহাসড়কের বড় খোচাবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমাম সদর উপজেলার ১৭ নং জগন্নাথপুর ইউনিয়নের তিলডাঙ্গী গৌরিপুর গ্রামের মৃত দারাজউদ্দিনের ছেলেএলাকাবাসী জানান, বলাকা উদ্যান রহমত পাড়া জামে মসজিদের ইমাম গিয়াস উদ্দিন বড় খোচাবাড়ি থেকে ভ্যান যোগে বাড়ি ফেরার সময় পিছন থেকে দ্রুতবেগে ধেয়ে আসা শ্যামলী নৈশ্য কোচটিকে দ্রুত সাইড দিতে গেলে ভ্যানের একটি চাঁকা রাস্তার ধারে গর্তে পড়লে এতে সড়কে ছিটকে পড়ে যান গিয়াস উদ্দিন। এসময় পিছন থেকে আসা ঘাতক শ্যামলী কোচটি গিয়াস উদ্দিনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই গিয়াস উদ্দিনের মৃত্যু হয়।