দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে যশোর জুট ইন্ড্রাস্ট্রিজের শ্রমিক-কর্মচারিরা
- আপডেট সময় : ০৫:৩৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
পাট কেনায় অনিয়ম, ভূয়া ভাউচারে বিল তোলাসহ নানা দুর্নীতিতে ধ্বংসের দ্বারপ্রান্তে এক সময়কার লাভজনক যশোর জুট ইন্ড্রাস্ট্রিজ- জেজেআই। সরকারের নতুন সিদ্ধান্তে ২৬ পাটকলের সাথে অলাভজনক এ মিলটিও বন্ধ হতে চলেছে। চাকরি হারানোর ভয়ে নির্লিপ্ত থাকা শ্রমিক-কর্মচারীরা দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে এখন মুখ খুলেছেন।
১৯৭১ এ অভয়নগর উপজেলার রাজঘাটে চালু করা হয় ব্যক্তি মালিকানাধীন ‘যশোর জুট ইন্ড্রাস্ট্রিজ’। ১৯৭৩ সালে দেশের বেশ কয়েকটি জুটমিলের সাথে এটিও রাষ্ট্রীয়করণ হয়। শুরুতে বেশ কয়েকবছর লাভে ছিল মিলটি। পরে, নানা অনিয়ম-দুর্নীতিতে ধারাবাহিকভাবে লোকসানে পড়ে। এখন রাষ্ট্রীয় সিদ্ধান্তে বন্ধ হতে চলেছে। এই পর্যায়ে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে শ্রমিক-কর্মচারিরা।
অনিয়মের পাশাপাশি পাট ও যন্ত্রাংশ কেনায় দুর্নীতি হয়েছে সবচেয়ে বেশি। নিম্নমানের যন্ত্রাংশ কেনায় অকেজো হয়েছে মিলের অনেক তাঁত।এক প্রশ্নের জবাবে, মিলের প্রকল্প প্রধান জানান- উৎপাদনের লক্ষ্যমাত্রা বহু বছর ধরে পূরণ হয়নি। যশোর জুট ইন্ড্রাস্ট্রিজে নিয়মিত-অনিয়মিত মিলে প্রায় ১৮শ’ শ্রমিক-কর্মচারি আছে। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে বেশিরভাগই চাকরি হারাবে।