গুলশানের হলি আর্টিজান হত্যাকাণ্ডের ৪ বছর পূর্তি আজ
- আপডেট সময় : ০৭:৫৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০
- / ১৭১৭ বার পড়া হয়েছে
দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জঙ্গী হামলা- গুলশানের হলি আর্টিজান হত্যাকাণ্ডের ৪ বছর পূর্তি আজ। সকালে হলি আর্টিজানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান রেব মহাপরিচালক এবং ডিএমপি কমিশনার। এসময় তারা বলেন, সরকারের সাহসী নেতৃত্ব ও জিরো টলারেন্স নীতির কারণে নিয়ন্ত্রণে রয়েছে দেশের জঙ্গী পরিস্থিতি। ভেঙে গিয়েছে জঙ্গীদের প্রচার-প্রচারণার নেটওয়ার্ক। অন্যদিকে এ মামলায় দণ্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স ও আপিল হাইকোর্টে শুনানির জন্য অপেক্ষমাণ রয়েছে।
গুলশানের হলি আর্টিজান রেস্তোরায় জঙ্গি হামলায় ১৭ জন বিদেশিসহ নিহত হন মোট ২২ জন। তাঁদের মধ্যে দু’জন পুলিশ কর্মকর্তা। জঙ্গিদের গুলি ও বোমায় আহত হন অনেক পুলিশ সদস্য। পরদিন সেনা কমান্ডোদের উদ্ধার অভিযানে পাঁচ জঙ্গি ও রেস্তোরাঁর একজন কর্মী নিহত হন। ওই অভিযানের মধ্যদিয়ে শেষ হয় শ্বাসরুদ্ধকর জিম্মি দশা।
চার বছর পর সেদিনের পৈশাচিক হামলায় নিহতদের স্মরণে গভীর শ্রদ্ধা জানান রেব মহাপরিচালক। একমিনিট নীরবতা পালন শেষে জঙ্গী বিস্তার নিয়ন্ত্রণে সরকারের সাহসী নেতৃত্বে প্রশংসা করেন তিনি।
সেদিনের হামলায় দুই সহকর্মীসহ নিহতদের আত্মার প্রতি শ্রদ্ধা জানান ডিএমপি কমিশনার। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জঙ্গী প্রচারনার কাজ বন্ধে সক্ষম হয়েছেন বলেও দাবী করেন তিনি।
অন্যদিকে এ মামলায় দণ্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স ও জেল আপিল হাইকোর্টে শুনানির জন্য অপেক্ষমাণ রয়েছে। প্রায় সাত মাস আগে বিচারিক আদালতের রায় হাইকোর্টে এলেও এখন চলছে মামলার শুনানির জন্য পেপারবুক তৈরির কাজ। যা শেষ পর্যায়ে রয়েছে বলেও জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।