কোরবানির হাটের মাধ্যমে করোনা সংক্রমণ বেড়ে যাবার আশংকায় গাইডলাইন তৈরির পরামর্শ
- আপডেট সময় : ০৮:০২:১২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
ঈদ-উল আযহা উপলক্ষে কোরবানির পশুর হাটের মাধ্যমে করোনা সংক্রমণ আরও বেড়ে যাবার আশংকা থাকায় এ বিষয়ে আরো চিন্তা-ভাবনা করে কার্যকর গাইডলাইন তৈরির পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের দাবি, সমন্বিতভাবে করোনাভাইরাস মোকাবিলায় সরকার কাজ করছে বলে বাংলাদেশে করোনায় মৃত্যুহার বিশ্বের অন্য দেশের তুলনায় কম।
সকালে নিজ বাসভবনে নিয়মিত ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ওবায়দুল কাদের। এ সময় চলমান করোনা সংকট নিয়ে কথা বলেন তিনি।
কাদের বলেন, সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনে পশুরহাটের সংখ্যা কমিয়ে আনতে হবে এবং যেখানে-সেখানে পশুর হাটের অনুমতি দেয়া যাবে না। এ বিষয়ে সংশ্লিষ্টদের আরো ভেবেচিন্তে করণীয় নির্ধারণ করতে হবে।
প্রশাসনের পাশাপাশি বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে- আওয়ামী লীগ নেতাকর্মীদের আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
সচিবালয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিশ্বের কোনো দেশই করোনাভাইরাস মোকাবিলায় প্রস্তুত ছিলো না। তাই সবদেশের স্বাস্থ্যখাতই সমালোচনার সম্মুখীন হয়েছে। দেশের স্বাস্থ্যখাত নিয়ে সংসদে সমালোচনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।