কানাডা থেকে মাহবুব-উল আলম হানিফ এমপি’র কুষ্টিয়া স্বাস্থ্য বিভাগের সাথে জরুরী সভা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি কানাডা থেকে কুষ্টিয়া স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সাথে জরুরী মতবিনিময় সভা করেছেন।
উপজেলা করোনা প্রতিরোধ কমিটির আয়োজনে সদর উপজেলা পরিষদ ভবনে ইউএনও জুবায়ের হোসেন চৌধুরীর সঞ্চালনায় কানাডা থেকে তিনি জুম কানেক্ট হয়ে এ মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় হানিফ বলেন, যেসব পদক্ষেপ নিলে জেলায় করোনা সংক্রমণ রোধ করা যায়, সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। এ বিষয়ে জেলার স্বাস্থ্য ও প্রশাসনিক কর্মকর্তাদের দিকনিদের্শনা প্রদান করেন তিনি। সভায় কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভির আরফাতও নিজ নিজ অফিস থেকে যুক্ত হন। এছাড়া সভামঞ্চে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র মতিয়ার রহমান মজনু ও কুষ্টিয়া সদর উপজেলা চেয়াম্যান আতাউর রহমান আতা।