এ বাজেট ধুম্রজাল সৃষ্টি এবং তামাশার বাজেট: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
২০২০-২১ অর্থবছরের বাজেট প্রত্যাখান করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ বাজেট ধুম্রজাল সৃষ্টি এবং তামাশার বাজেট ছাড়া কিছুই নয়।
সকালে বাজেট প্রতিক্রিয়ায় আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এসময় ফখরুল আরো বলেন, এ বাজেটের মানুষের কর্মসংস্থান রক্ষা ও আশা-আকাঙ্খার প্রতিফলনে কোনো নজর দেয়া হয়নি। তিনি বলেন, করোনা কালের এ বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়ার প্রয়োজন ছিল স্বাস্থ্য খাতে। কিন্তু স্বাস্থ্য খাতের বরাদ্দ ও সুশাসনের অভাব জনগণকে হতাশ করেছে। মির্জা ফখরুল বলেন, এ বাজেট জনগণের কোনো কাজে আসবে না। এ বাজেট দেশকে দুবৃক্ষের ঠেলে দেয়ার বাজেট।