উত্তপ্ত হয়ে উঠেছে চীনের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল হংকং

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
আবারও উত্তপ্ত হয়ে উঠেছে চীনের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল হংকং। অঞ্চলটির নিয়ন্ত্রণ পাকাপোক্ত করতে চীন হংকংয়ে নতুন জাতীয় নিরাপত্তা আইন কার্যকর করেছে।
আইনটির প্রতিবাদে বুধবার বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ জলকামান ব্যবহার করে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। নতুন আইনের আওতায় দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। অন্য কারণে গ্রেপ্তার করা হয়েছে আরও বেশ কয়েকজনকে। গত মঙ্গলবার চীনের পার্লামেন্টের সংসদীয় কমিটিতে আইনটি পাস হওয়ার পরপরই তা পুনর্বিবেচনা করতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি দেয় ২৭টি দেশ। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চীনের অভ্যন্তরীণ বিষয়ে কারোর নাক গলানো সহ্য করবে না তারা।