ঈদ বোনাস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ গ্যাস ফিল্ডের শ্রমিকদের কর্মবিরতি
- আপডেট সময় : ০৮:২০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
ঈদ বোনাস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ গ্যাস ফিল্ড এমপ্লয়ীজ ইউনিয়নের ডাকে ২ ঘন্টার কর্মবিরতি পালন করেছে শ্রমিকরা।
সকাল ৮টা থেকে বিরাসায় অবস্থিত বাংলাদেশ গ্যাস ফিল্ডের সদর দফতরের সামনে শ্রমিক-কর্মচারীরা অবস্থান কর্মসূচী পালনকালে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষুব্ধ শ্রমিকরা দফতরের প্রধান ফটকে এ সময় তালা ঝুলিয়ে দেয়। শ্রমিক নেতৃবৃন্দ জানান, গত ৩৫ বছর ধরে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে তারা এ বোনাস পেয়ে আসছেন। সম্প্রতি কোম্পানির বোর্ডসভায় উৎসব ভাতার একটি কর্তন এবং দীর্ঘদিন ধরে চালু থাকা শ্রমিক-কর্মচারীদের আয়কর কোম্পানির বহন করার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। আগামী ৪ দিনের মধ্যে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানান তারা। তা না হলে বাংলাদেশ গ্যাস ফিল্ডের অধীন অন্য ৫টি গ্যাস ফিল্ডেও আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন। এসময় বাংলাদেশ গ্যাস ফিল্ড এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ্ আলম ও সাধারণ সম্পাদক মুর্শেদুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।