বিএনপি’র এমপিরা অনুমোদিত বাজেটের কপি ছিঁড়ে সংসদের প্রতি চরম অবমাননা করেছে

- আপডেট সময় : ০৮:৩৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
বিএনপি’র এমপিরা বাজেট প্রত্যাখানের নামে অনুমোদিত বাজেটের কপি ছিঁড়ে ফেলে সংসদের প্রতি চরম অবমাননা করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি এমপিদের এমন আচরণ শপথ ভঙ্গেরও শামিল। আলাদা দুটি সংবাদ সম্মেলনে বিএনপির সমালোচনা করেন তারা।
সংসদে ২০২০-২১ অর্থবছরের পাস হওয়া বাজেট বিষয়ে দলের প্রতিক্রিয়া জানাতে, দুপুরে নিজ বাসভবনে গণমাধ্যমের সামনে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, সংসদে বাজেট অধিবেশনে বিএনপি দায়িত্বশীল আচরণ করেনি।
এর আগে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, সংসদের সামনে বাজেটের কপি ছেঁড়া বিএনপি’র ঔদ্ধত্যের নতুন বহি:প্রকাশ।
বাজেটের ওপর সাধারণ আলোচনায় বিএনপির সংসদ সদস্যরা অংশগ্রহণ না করায় সমালোচনা করেন ক্ষমতাসীন দলের এ দুই মন্ত্রী।