বিএসএফের গুলিতে এক বাংলাদেশীসহ দুর্বৃত্তদের হাতে আরো দু’জন নিহত
- আপডেট সময় : ০৬:১৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
ভারত থেকে বেনাপোলে ফেরার পথে বিএসএফের গুলিতে এক বাংলাদেশীসহ রাজবাড়ী ও গোপালগঞ্জে দুর্বৃত্তদের হাতে আরো দু’জন নিহত হয়েছে।
গতরাতে রাজবাড়ী সদরের লক্ষীকোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পাশে রাজমিস্ত্রী তুহিন শেখকে বাড়ী থেকে ফোন করে ডেকে এনে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করে। তুহিন শ্রীপুর এলাকার একটি ফার্নিচারের দোকানে কাজ করতো। তুহিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।
এদিকে, ভারত থেকে দেশে ফেরার সময় বেনাপোলের ধাণ্যখোলা সীমান্তে ভোরে বিএসএফের গুলিতে রিয়াজুল নামে এক বাংলাদেশী মারা গেছে। ভারতের বাঁশঘাটা ক্যাম্পের বিএসএফের একটি টহল দল তাকে গুলি করে হত্যা করে মরদেহ বাংলাদেশের ধান্যখোলা সীমান্তে ফেলে রেখে যায়। পরে বিজিবি বেনাপোল পোর্ট থানায় খবর দিলে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
গোপালগঞ্জে মসজিদ কমিটিকে কেন্দ্র করে তুহিন মোল্যা নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। দুপুরে সদর উপজেলার চর বয়রা গ্রামে এ ঘটনা ঘটে। কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, সম্প্রতি চর বয়রা জামে মসজিদের নতুন কমিটি করা হয়। জুম্মার নামাজের সময় মিজান মোল্যা ও তার ভাই ছোটন মোল্যা কমিটি নিয়ে গালমন্দ করে। এ সময় ওই মসজিদে নামাজ পড়তে আসা আক্রাম মোল্যা প্রতিবাদ করলে তাকেও গালমন্দ করা হয়। এ নিয়ে কথা কাটাকাটি হলে আক্রাম মোল্যার ছেলে তুহিনকে মারাত্মকভাবে কোপালে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।