করোনা পরীক্ষার ফি বাতিল না করলে আন্দোলনের হুঁশিয়ারি মান্নার
- আপডেট সময় : ০৭:৩৫:০৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
করোনা পরীক্ষায় সরকার নির্ধারিত ফি বাতিল না করলে আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমদুর রহমান মান্না।বিনামূল্যে নাগরিকদের পরীক্ষার আহ্বান জানিয়ে সবার জন্য স্বাস্থ্য নিরাপত্তার দাবি জানান তিনি। এদিকে ‘অবিলম্বে সারাদেশের জেলা-উপজেলা পর্যায়েও করোনার পরীক্ষার ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে প্রয়োজনে স্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা নেয়ারও আহবান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
করোনা মোকাবিলায় ব্যর্থতা, বাস ভাড়া ও ওয়াসার পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক ঐক্যের এই মানববন্ধন।
এ সময় নাগরিক ঐক্যের আহবায়ক মাহমদুদুর রহমান মান্না বলেন, অবিলম্বে করোনা পরীক্ষার ফি বাতিল করতে হবে।
সবার জন্য স্বাস্থ্য নিরাপত্তার দাবি জানিয়ে মান্না জনগণের দায়িত্ব নিতে না পারলে সরকারকে বিদায় নেয়ার আহবান জানান।
এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, করোনা পরিক্ষার ফি নেয়া থেকে প্রমানিত হয়, মহামারিকেও মুনাফা অর্জনের উপলক্ষ্য বানিয়েছে সরকার ।