করোনা উপসর্গ নিয়ে কুমিল্লায় ৫ জন ও ঝিনাইদহে ১ জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৪:৫১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
করোনা উপসর্গ নিয়ে কুমিল্লায় ৫ জন ও ঝিনাইদহে একজনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘন্টায় কুমিল্লায় জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে ৫ জন মারা গেছে। সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি সার্জন ডা. ইশতিয়াক চৌধুরী জানান, মৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লার নুরজাহান বেগম, আবদুল হালিম, মোশারফ হোসেন, নুরুজ্জামান এবং চাঁদপুরের টিপু সুলতান। এদের মধ্যে ২ জন হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে এবং ৩ জন আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন।
ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে গোলাম সরওয়ার মোর্শেদ নামের আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন জানান, গোলাম সরওয়ার মোর্শেদ শ্বাসকষ্ট, সর্দি, কাশিতে ভুগছিলেন। সম্প্রতি তিনি চট্টগ্রাম থেকে নিজ গ্রামে আসেন।