ফেনীতে অর্ধশতাধিক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত
- আপডেট সময় : ০৪:৫৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
করোনায় বিধ্বস্থ হয়ে পড়েছে ফেনীর স্বাস্থ্যসেবা। সিভিল সার্জন ও চিকিৎসকসহ অর্ধশতাধিক স্বাস্থ্যকর্মীই এখন করোনায় আক্রান্ত। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। দীর্ঘদিন ধরে সংগ্রহ হচ্ছে না নতুন নমুনা। অপেক্ষায় আছে আরো ১২শ’ নমুনা পরীক্ষা। প্রতিবেদন মিলছে না ৮ থেকে ১০ দিনেও। ফলে করোনা সংক্রামণের ঝুকিতে আছেন জেলার ১৬ লাখ মানুষ।
জেলায় নমুনা দিতে ও ফলাফল পেতে যেমন ভোগান্তির শিকার হচ্ছে ফল প্রার্থীরা, তেমনই প্রতিদিন তথ্য পেতে হয়রানির শিকার হচ্ছেন সংবাদকর্মীরা।স্বাস্থ্য বিভাগ জানায়, জেলার ৬ উপজেলা ও জেনারেল হাসপাতালের করোনা বুথে প্রতিদিন দুই শতাধিকের উপর নমুনা সংগ্রহ করা হয়। আর সেগুলো নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে প্রেরণ করা হলেও সেখানে আরো ৪টি জেলার নমুনার ঝটে ফল পেতে সময় লাগছে ৮ থেকে ১০দিন।সরজমিনে গিয়ে দেখা যায়, করোনা সন্দেহের রোগীরা দিক-বেদিক ছুটেও জমা দিতে পারছেনা তাদের নমুনা। এতে উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করছেন অসংখ্য মানুষ। এ অবস্থায় উপসর্গবাহীদের থেকে অন্যের শরীরে করোনা ছাড়ানোর শংকা করছেন স্থানীয়রা।
গত ১১ জুন সিভিল সার্জন করোনা আক্রান্তের পর ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পরবরতী ভারপ্রাপ্ত হিসেবে যিনি দায়িত্বে রয়েছেন তিনি সহ স্বাস্থ্যবিভাগের বেশীর ভাগ কর্মকর্তাই আছেন কোয়ারেন্টিনে। এই ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৩০ বেডের আইসোলেশনে বর্তমানে চিকিৎসা চলছে প্রায় শতাধিক করোনা রোগীর। বরতমানে জনবল সংকটে চরম ব্যহত হচ্ছে চিকিৎসা সেবা।
তবে স্বাস্থ্যবিভাগের অধিকাংশরাই আক্রান্ত ও কোয়ারিন্টিনে থাকায় সৃষ্টি হয়েছে জনবল সংকট।পাশাপাশি কিট না থাকায় পরিক্ষাগার থেকে নিষেধ রয়েছে নতুন নমুনা সংগ্রহ না করার।
শুধু স্থাস্থ্যবিভাগ নয় করোনায় অক্রান্ত রয়েছেন জেলা প্রশাসন,পুলিশ,শিক্ষক,সাংবাদিক,জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। সমস্যাগুলো সমাধানে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবী বিষেশজ্ঞদের।