জেলে বসেই ডাকাতির পরিকল্পনা
- আপডেট সময় : ০৭:৩৭:১৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
রাজধানীর পান্হপথের ওয়াল্টন প্লাজার শোরুমে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় গ্রেফতারকৃত আসামীরা জেলে বসেই ডাকাতির পরিকল্পনা করেছিলো বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার হারুন-অর-রশিদ।
দুপুরে শেরেবাংলা নগর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ২৪ জুন ডাকাতির ঘটনায় দায়েরকৃত মামলায় ঢাকার বিভিন্ন স্থানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে মোহাম্মদপুর বছিলা থেকে ডাকাত দলের সদস্য রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে সুমন, রানা ও সাথী নামে আরও তিনজনকে গ্রেফতার করা হয় । এ সময় তাদের স্বীকারোক্তি অনুযায়ী বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১৮টি ওয়ালটন ফ্রিজ এবং তিনটি এলইডি টেলিভিশন উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফকৃতদের আদালতের অনুমতি নেয়া হবে বলেও জানান উপ-কমিশনার হারুন-অর-রশিদ।