একনেক সভায় নয়টি প্রকল্প অনুমোদন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক সভায় নয়টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এ সব প্রকল্প বাস্তবায়নে সরকারের ব্যয় হবে ২ হাজার ৭৪৪ কোটি ৪৪ লাখ টাকা।
সকালে শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি মিলনায়তনে অনুষ্ঠিত একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সভায় সভাপতিত্ব করেন। সভাশেষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, একনেকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে বিদ্যুৎ, পানিসম্পদ, নদী ড্রেজিং ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গাইবান্ধা জেলার আওতাধীন তিস্তা নদীর উপর প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণসহ বেশ কয়েকটি প্রকল্প রয়েছে।