বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনা ইচ্ছাকৃত প্রমাণিত হলে তা হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হবে
- আপডেট সময় : ০৭:২০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনা ইচ্ছাকৃত প্রমাণিত হলে তা হত্যাকাণ্ড এবং হত্যা মামলা হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লঞ্চডুবির ঘটনায় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে তিনি এ কথা জানান। তদন্ত প্রতিবেদনে ২০টি সুপারিশ করা হলেও দুর্ঘটনার কী কারণ চিহ্নিত করা হয়েছে এবং কাদের দায়ী করা হয়েছে, সে বিষয়ে কিছু জানাননি প্রতিমন্ত্রী।
গত ২৯ জুন সকালে ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ নামে একটি লঞ্চের ধাক্কায় ঢাকা-মুন্সীগঞ্জ রুটের মর্নিংবার্ড লঞ্চটি ডুবে যায়। এ ঘটনায় ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিবকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে নৌপরিবহন মন্ত্রণালয়। সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করে সেই তদন্ত কমিটি, যা জানাতেই এই সংবাদ সম্মেলন।
প্রথমেই তদন্ত কমিটির ২০ দফা সুপারিশ তুলে ধরেন খালিদ মাহমুদ চৌধুরী।
তদন্ত কমিটির রিপোর্ট প্রসঙ্গে তিনি বলেন, এই মামলার তদন্ত চলছে। দোষী প্রমাণিত হলে হত্যা মামলা হবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে।
তবে এই দুর্ঘটনার জন্য কারা দায়ী বা কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা বলেননি নৌ প্রতিমন্ত্রী।