সরকারের মদদেই সাহেদ প্রতারণাসহ নানা অপকর্ম করেছে :মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৬:৫৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
সরকারের মদদেই সরকারী দলের সদস্য রিজেন্টের মালিক মোহাম্মদ সাহেদ প্রতারণাসহ এতো অপকর্ম করতে পেরেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ‘রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইন’ শীর্ষক ভার্চুয়াল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এ সময় নির্বাচন কমিশনের রাজনৈতিক দলের নিবন্ধন আইনের সংশোধন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এর উদ্দেশ্যই হলো ক্ষমতাসীন আওয়ামী লীগকে বারবার ক্ষমতায় আনা।
বৃহস্পতিবার করোনাভাইরাস বিপর্যয়ের মধ্যেই নির্বাচন কমিশনের আবারো সংবিধান বিরোধী পদক্ষেপের বিষয়ে এই ভার্চুয়াল আলোচনার আয়োজন করে বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ এন্ড কমিউনিকেশন।
আলোচনায় অংশ নিয়ে রিজেন্ট হাসপাতালের অনিয়মের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সখ্যতা দেখলে বোঝা যায় কারা এর মদদদাতা।
এ সময় তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন বিগত নির্বাচনগুলোতে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে।
এছাড়া নির্বাচন কমিশনের রাজনৈতিক দলের নিবন্ধন আইনের সংশোধন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এর উদ্দেশ্যই হলো ক্ষমতাসীন আওয়ামী লীগকে বারবার ক্ষমতায় আনা।
আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহামুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না অংশ নেন অনেকে।