রিজেন্টের শাহেদ উঁচুমানের প্রতারক মন্তব্য তথ্যমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
উঁচু মহলে চলা রিজেন্টের শাহেদ একজন উঁচুমানের প্রতারক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তবে সে আওয়ামী লীগের কেউ নয় বলে দাবি করেন তিনি। স্বাস্থ্য অধিদপ্তর এমন লোকের প্রতিষ্ঠানকে কিভাবে অনুমোদন দিল সে বিষয়েও প্রশ্ন তোলেন তথ্যমন্ত্রী। সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব জানান তিনি।
সম্প্রতি করোনা পরীক্ষায় ভুয়া রিপোর্ট দেয়ায় রেবের বিশেষ অভিযানে গ্রেফতার হন রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকসহ বেশ কয়েকজন। যদিও প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ শাহেদ এখনো ধরা পড়েননি। এনিয়ে বেশ তোলপাড় পুরো দেশ। তাই সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন তথ্যমন্ত্রী।
করোনা ভাইরাস পরীক্ষার অনুমোদন দেয়ার আগে স্বাস্থ্য মন্ত্রণালয় কেন সতর্ক হলো না এনিয়েও প্রশ্ন তোলেন মন্ত্রী।
এ সময় করোনা মোকাবেলায় বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি এখন হোম আইসোলেশনে থেকে সমালোচনাই শুধু করছেন।