ধীরে ধীরে করোনার মহাসংক্রমণের দিকে যাচ্ছে ভারত
- আপডেট সময় : ০৮:৩০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
ধীরে ধীরে করোনার মহাসংক্রমণের দিকে যাচ্ছে ভারত। শনাক্ত রোগীর সংখ্যা তো কমছেই না বরং দিন দিন ঊর্ধ্বমুখী হচ্ছে। দিনের পর দিন শক্তিশালী হচ্ছে করোনা। বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২৪ ঘণ্টার নতুন করে আরও ২৪ হাজার ৮৭৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত ভারতে একদিনে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা এটি।
আর একদিনে ৪৮৭ জন করোনা রোগী মারা গেছেন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ২১ হাজার ১২৯ জনে দাঁড়িয়েছে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা থেকে সুস্থ হয়ে এ পর্যন্ত বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ৭৬ হাজার জন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশে করোনা থেকে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৬২ দশমিক ০৮ শতাংশে। এদিকে প্রতিদিনই বেশ বড় সংখ্যায় করোনা টেস্ট হচ্ছে। এই পরীক্ষার মধ্যে করোনা পজিটিভ পাওয়ার অনুপাতের গড় ৯ দশমিক ৩১ শতাংশে এসে দাঁড়িয়েছে।