মৌলভীবাজার, ঝিনাইদহ ও দিনাজপুরে করোনা উপসর্গে নিয়ে চার’জনের মৃত্যু
- আপডেট সময় : ০৩:২৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০
- / ১৫২৩ বার পড়া হয়েছে
মৌলভীবাজার, ঝিনাইদহ ও দিনাজপুরে করোনা উপসর্গে নিয়ে চার’জনের মৃত্যু হয়েছে।
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জ্বর-সর্দি-কাশি, শ্বাসকষ্ট ও ডায়রিয়াসহ করোনা উপসর্গ নিয়ে গত রাত ৮টার দিকে একজনের মৃত্যু হয়েছে। তিনি জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়ন পরিষদের সদস্য মুসলিম মিয়ার পিতা রজব মিয়া। তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিধি মেনে জুড়ী উপজেলা প্রশাসন রাতে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করেছে।
ঝিনাইদহে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। গেল রাতে তাদের মৃত্যু হয়। করোনা উপসর্গ নিয়ে ঝিনাইদহ শহরের টি এন্ড টি পাড়ায় সিরাজ উদ্দিন মন্ডলের ছেলে তাজুল ইসলাম মারা গেছেন। এছাড়াও শহরের এইচ এস এস সড়কের থানা পাড়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল ইসলামের স্ত্রী শিরীন সুলতানা পলি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
দিনাজপুরের ৮ নং উপশহর এলাকায় করোনার উপসর্গ নিয়ে এক স্বর্নাকারের মৃত্যু হয়েছে। কয়েকদিন ধরে জ্বর শ্বাসকষ্ট নিয়ে ভুগছিলেন তিনি। ভোরে প্রচন্ড শ্বাসকষ্ট অনুভূত হলে এম. আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।