বান্দরবানে সেনাবাহিনী ও সন্ত্রাসীদের গুলাগুলিতে এক নারী নিহত, আহত ৬ বছরের শিশু
- আপডেট সময় : ১২:২৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় সেনাবাহিনী ও সন্ত্রাসীদের গুলাগুলিতে এক নারী নিহত হয়েছে। আহত হয়েছে ৬ বছরের এক শিশু।
শুক্রবার বিকেলে উপজেলার নাইতিংঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।সেনাবাহিনীর বরাত দিয়ে পুলিশ জানায়, রোয়াংছড়ি উপজেলার নাইতিংঝিরি এলাকায় অংগাই পাড়ায় একদল সন্ত্রাসী অবস্থান করছে এমন খবর পেয়ে সেনাসদস্যরাও অবস্থান নেয়। তাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা সেনা সদস্যদের লক্ষ্য করে এলোপাতিড় গুলি করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় শান্তিলতা তঞ্চঙ্গ্যা ও ৪ বছরের এক শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক শান্তিলতা তঞ্চঙ্গ্যাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, নোয়াখালীর সেনবাগ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক প্রতিবন্ধী কিশোরী গণধর্ষণ মামলার প্রধান আসামি আকরাম হোসেন নিহত হয়েছে। এসময় তিন পুলিশ সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ।গেলরাত আড়াইটার দিকে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকরাম একই উপজেলার অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামের গ্রামের আবদুল গফুর’র ছেলে।