সমালোচনাকারী বিএনপি ও অন্যরা জনগণের পাশে নেই :তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৮:০২:১১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
করোনার এই সংকটে, বিবেকহীন অন্ধ সমালোচনা বন্ধ করে সরকারের সাথে জনগণের জন্য কাজ করার আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, এ সময় সমালোচনাকারী বিএনপি ও অন্যরা জনগণের পাশে নেই।
দুপুরে রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট মিলনায়তনে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে সাংবাদিকদের মাঝে সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ও বিশ্বের শীর্ষ পত্রপত্রিকা যেখানে করোনা মোকাবিলায় সরকারের সক্ষমতা ও পদক্ষেপগুলোর প্রশংসা করেছে, সেখানে মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা প্রতিদিন মিথ্যা শুধু সমালোচনা করে যাচ্ছেন, তা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, জনগণের পাশে না দাঁড়িয়ে প্রতিদিন গণমাধ্যমের কাছে সমালোচনা করে বিএনপি নিজেদেরকে হাস্যকর করে তুলছে। তথ্যমন্ত্রী আরো বলেন, করোনা ও করোনা উপসর্গে মৃত্যুবরণকারী সাংবাদিকদের প্রত্যেকের পরিবারকে ইতোমধ্যে ৩ লাখ টাকা করে সহায়তা দেয়া হয়েছে। শনিবার ২০০ জন সাংবাদিককে চেক দেয়া হয়।