করোনা উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় ১১ জনের মৃত্যু

- আপডেট সময় : ১২:৫৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
গেল ২৪ ঘন্টায় কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এরা হলেন, আলম হোসেন, নেপাল চন্দ্র দাস, দুদু মিয়া, মান্নান ও হাসান ইমাম। জ্বর, সর্দি কাশিসহ করোনা উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এরা চিকিৎসাধীন ছিলেন।
মৌলভীবাজারে করোনা উপসর্গ নিয়ে এক নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। শহরের মুসলিম কোয়াটার এলাকায় রাশিদা বেগম নামে এক নারী ও দরজি মহল এলাকায় আকিল মিয়া সোমবার বিকেলে মারা যায়। সদর উপজেলার কনকপুর গ্রামের তরাজ মিয়া শহরের একটি প্রাইভেট হাসপাতালে জ্বর-সর্দি-কাশি-গলাব্যথা ও হার্টের সমস্যা নিয়ে গেলোরাত সাড়ে ৮টায় মারা যায়। এছাড়াও কুলাউড়ায় সৌমিক নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
ময়মনসিংহে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টের মতো করোনা উপসর্গ নিয়ে মামুন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে আব্দুর রউফ নামে এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে। পৌর এলাকার চাদমারি পাড়ার ইয়াছিন বিশ্বাসের ছেলে রউফ- আশা এনজিওর শৈলকুপা অঞ্চলের রিজিওনাল ম্যানেজারের দায়িত্বে ছিলেন।