নানা কর্মসূচির মধ্য দিয়ে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৫:২৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
নানা কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহ, বরিশাল ও জামালপুরে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
ময়মনসিংহের সুন্দর মহলে দলীয় কার্যালয়ে হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুষ্পস্তপক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ও শফিকুল ইসলাম তপন। এছাড়াও জেলা ও সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল ও কোরানখানির আয়োজন করা হয়।
মসজিদে দোয়া, মোনাজাত ও মাস্ক বিতরনের মধ্য দিয়ে বরিশাল নগরীতে জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক প্রেসিডেন্ট এইচএম এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বাদ জোহর নগরীর বায়তুল মোকাররম মসজিদে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দলের যুগ্ম মহাসচিব ইকবাল হোসেন তাপস।
এদিকে, আলোচনা সভা, দোয়া মাহফিল ও মাস্ক বিতরণের মধ্য দিয়ে জামালপুরে হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সকালে জেলা জাতীয় পার্টির আয়োজনে শহরের দয়াময়ী মোড়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন খান।