ডা. সাবরিনার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করবে দূদক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
- / ১৬৪০ বার পড়া হয়েছে
জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনার বিরুদ্ধে করোনা টেস্টের নকল সার্টিফিকেট বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করবে দুর্নীতি দমন কমিশন- দুদক।
দুদক কর্মকর্তারা জানান, করোনার ভূয়া প্রতিবেদন দিয়ে আলোচনায় আসা জোবেদা খাতুন হেলথ কেয়ার– জেকেজি আট কোটি টাকা হাতিয়ে নেয়ায় গ্রেফতার ডা. সাবরিনার দুর্নীতি তদন্তে ৩ সদস্যের এই কমিটি গঠন করা হবে। দুদক কর্মকর্তারা আরো জানান, সরকারি চাকরিতে বহাল থেকে ডা. সাবরিনা তার স্বামী আরিফ চৌধুরীর সহায়তায় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে করোনা রোগীদের নমুনা সংগ্রহপূর্বক, ১৫ হাজার ৪৬০টি ভুয়া মেডিকেল রিপোর্ট প্রস্তুত ও সরবরাহ করে, ৮ কোটি টাকা হাতিয়ে নেয়া ছাড়াও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।