ময়মনসিংহের ভালুকায় বাদশা টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকায় বাদশা টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গেলো রাতে উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকায় অবস্থিত ওই মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল- মামুন জানান, রাত ৯ টার দিকে স্থানীয় বাদশা টেক্সটাইল মিলের তুলার গোডাউনে আগুন লাগে। মিল কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌছে ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কয়েকশ’ মণ তুলা পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।