সিরাজগঞ্জ, ঝিনাইদহ ও ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
- আপডেট সময় : ০৪:৫১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ, ঝিনাইদহ ও ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় তিন’জন নিহত হয়েছে।
সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় রায়গঞ্জের নিমগাছি মৎস্য প্রজনন কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা ছদরুল হোসেন মন্ডল নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তাড়াশ-ভূইয়াগাঁতী আঞ্চলিক সড়কের মধ্যবর্তী সরাইচন্ডিতে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল যোগে তিনি অফিসে ফিরছিলেন। পথে গাছের সাথে আকস্মিক ধাক্কা খেয়ে রাস্তা পাশের পড়ে যান। তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান দেখতে পেয়ে গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তির পর রাত সাড়ে ১২টার দিকে মারা যান তিনি।
ঝিনাইদহের শৈলকূপায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল ব্যবসায়ী নিহত হয়েছে। সকালে জামাল হোসেন মোটরসাইকেল যোগে বাকিতে বিক্রিত মোটরসাইকেলের কিস্তির টাকা আদায়ের জন্য হাটফাজিলপুর বাজারে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন গুরুতর আহত হয়। সেসময় স্থানীয়রা দুই মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে প্রথমে শৈলকূপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে জামালের অবস্থার অবন্নতি হলে তাকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করে। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সে মারা যায়।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বুধবার সকালে মালবাহী পিকআপ ভ্যান খাদে পড়ে চালক আমির হোসেন নিহত হয়েছেন। আমির হোসেন উপজেলার চর ইসলামপুর এলাকায় পিকআপ ভ্যানে করে চুলা সরবরাহ শেষে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যায়।