সাবেক স্বাস্থ্য সচিবের নির্দেশেই রিজেন্ট’র সাথে চুক্তি করেছিল স্বাস্থ্য অধিদপ্তর :আবুল কালাম আজাদ
- আপডেট সময় : ০৮:০০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
সাবেক স্বাস্থ্য সচিব আসাদুল ইসলামের নির্দেশেই রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তি করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। এমনটাই ব্যখ্যা দিয়েছেন অধিদপ্তরের ডিজি আবুল কালাম আযাদ। তবে এর সপক্ষে লিখিত কোনোকিছু নেই বলেও সাস্থ্য সচিবকে জানিয়েছেন তিনি। দুপুরে মন্ত্রণালয়ে সচিবের কাছে দেয়া লিখিত ব্যখ্যায় তিনি এ তথ্য তুলে ধরেন।
রিজেন্ট হাসপাতালের হালনাগাদ লাইসেন্স না থাকলেও কিভাবে তা করোনায় অনুমোদন পেল সে ব্যাপারে গত ১২ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব শারমিন আকতার জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। এর একদিন আগেই নিজেদের অবস্থান ব্যাখ্যা করে রিজেন্ট ও জিকেজির ব্যাপারে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এনিয়ে পাল্টাপাল্টি অবস্থানে এখন মন্ত্রণালয় ও অধিদপ্তর। সে চিঠির ব্যাখ্যাই আজ দিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।
সচিবালয়ে স্বাস্থ্য সচিব আবদুল মান্নান জানান, চুক্তির ব্যাপারে সাবেক স্বাস্থ্য সচিব আসাদুল ইসলামের মৌখিক নির্দেশের কথা তিনি উল্লেখ করেছেন।
মহাপরিচালক কোন লিখিত অনুমতি ছাড়া এটা করতে পারেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন সন্তুষ্টর বিষয়টি তাকে পত্র দিয়েই জানানো হবে ।
স্বাস্থ্য সচিব বলেন, মহাপরিচালক ব্যাখ্যায় অনেক কিছুই সংযুক্ত করেছেন, এখন দেখার ব্যাপার তা নিয়ম মেনে হয়েছিল কিনা।