রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ও এমডি মাসুদের ১০ দিনের রিমান্ড
- আপডেট সময় : ০১:৫১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
- / ১৬১৩ বার পড়া হয়েছে
করোনা চিকিৎসার নামে প্রতারণা আর জালিয়াতিতে দেশজুড়ে আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ও এমডি মাসুদকে সকালে ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করা হলে ১০ দিন করে রিমান্ডের অনুমতি দিয়েছে আদালত। গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে করা আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসীম এই রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী সংস্থা গোয়েন্দা পুলিশ কার্যালয় থেকে সাহেদ ও মাসুদকে সকাল সাড়ে ১০টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে নিয়ে যাওয়া হয়। এ সময় আদালতেও নিরাপত্তার কড়াকড়ি বাড়ানো হয়। মহানগর হাকিম আদালতের কলাপসিবল গেট বন্ধ রেখে কেবল দুই পক্ষের আইনজীবীদের ভেতরে প্রবেশ করার অনুমতি দেয়া হয়। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি দেয়া হয়নি। বুধবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর সাহেদ ও মাসুদকে মামলা তদন্তের দায়িত্বপ্রাপ্ত সংস্থা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ মামলা তদন্তের দায়িত্ব চেয়ে এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে রেব। এর আগে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাহেদ বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা সীমান্তে রেবের হাতে ধরা পড়েন। পরে তাকে হেলিকপ্টারে করে নিয়ে আসা হয় ঢাকায়। এ মামলায় রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ও এমডি মাসুদসহ মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের মধ্যে আরও আটজন এখনও পলাতক।