প্রতারক সাহেদ করিমের দৃষ্টান্তমূলক বিচার এদেশে অবশ্যই হবে: তথ্য মন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
প্রতারক সাহেদ করিমের দৃষ্টান্তমূলক বিচার এদেশে অবশ্যই হবে। এ নিয়ে কারো সন্দেহের কোনো অবকাশ নেই। প্রতারক সাহেদ ও ডাঃ সাবরিনার বিচারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা ও বিশ্বাস রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান।
বিকেলে মুক্তিযুদ্ধের সংগঠক ও জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং তথ্য প্রতিমন্ত্রীর পিতা মতিয়ূর রহমান তালুকদারের দ্বাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এর আগে মতিয়র রহমান তালুকদারের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিচারপতি মাহমুদ হাসান তালুকদার, সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন-অর-রশিদসহ অনেকে।