কোরবানীর ঈদে সারাদেশে গণপরিবহন চলবে: ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৪৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
কোরবানীর ঈদে সারাদেশে গণপরিবহন চলবে। তবে ঈদের তিন দিন আগে ও পরে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সচিবালয়ে যুক্ত হয়ে তিনি জানান, জরুরী সেবার গাড়ি, পঁচনশীল দ্রব্য বহনকারী যান, পশুবাহী যান, গার্মেন্ট পণ্যবাহী যান এসময় চলাচল করতে পারবে। স্বাস্থ্যখাতে চলা শুদ্ধি অভিযান পর্যায়ক্রমে তৃণমূলেও চালানো হবে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত বৈঠকে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, করোনাকালে ঈদুল আযহার ছুটিতে গণপরিবহন চলাচল বিষয়ে কোন নিষেধাজ্ঞা নেই। ভারি যানবাহন বন্ধ থাকলেও জরুরী সেবা ও অত্যাবশ্যকীয় পণ্যবাহী যান নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
স্বাস্থ্যখাতে যে শুদ্ধি অভিযান শুরু হয়েছে তা পর্যায়ক্রমে অন্যখাতগুলোতেও চলবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, দলীয় কোন ব্যক্তিও জবাবদিহিতার উর্ধ্বে নয়। দেশ ও জাতির যে কোনো সংকটে শেখ হাসিনার মানবিক নেতৃত্ব ও দক্ষতার উপর জণগনের দৃঢ় আস্থা রয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।