উন্নত দেশের মতো কোরবানীর পশু জবাই করে বাসায় পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছে ডিএনসিসি
- আপডেট সময় : ০৭:৫৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
২০ কোটি টাকার রাজস্ব হারিয়েও করোনা সংক্রমণ রোধে এবার পশুরহাট রাজধানী ঢাকার বাইরে নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। রাজধানীবাসীকে হাটে না গিয়ে অনলাইনে গরু কেনারও আহবান জানান তিনি। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় মেয়র বলেন, উন্নত দেশের মতো কোরবানীর পশু জবাই করে বাসায় পৌঁছে দেয়ার ব্যবস্থাও করেছে ডিএনসিসি।
করোনার এই সংকটময় সময়ে স্বাস্থ্যবিধি মানা এবং সংক্রমণ থেকে নগরবাসীকে রক্ষায় কোরবানীর পশুরহাটের সংখ্যা কমিয়ে মাত্র ৬টি করা হয়েছে। আর এ সব হাট ঢাকা সিটির বাইরে ফাকা জায়গায় বসার অনুমতি দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম জানান, ২০ কোটি টাকার রাজস্ব হারালেও নগরবাসীর কথা চিন্তা করে গরুর হাট বাইরে নেয়া হয়েছে।এসময় তিনি নগরবাসীকে অনলাইনে পশু কেনার আহবান জানান।
এছাড়া যারা বাসায় কোরবানী দিতে অনাগ্রহী তাদের জন্য ডিএনসিসি দুই হাজার গরু কোরবানী করে তাদের বাসায় পৌছে দেয়ার ব্যবস্থাও করেছে বলেও জানান মেয়র আতিকুল ইসলাম। বাসায় কোরবানী দিলে যত্রতত্র বর্জ্য না ফেলার পাশাপাশি গৃহস্থালি বর্জ্যের সাথে সংক্রামক বর্জ্য না মিশানোর অনুরোধও জানান ঢাকা উত্তর সিটি মেয়র।