পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি ঘাটে কয়েক শো যানবাহন পারাপারের অপেক্ষায়
- আপডেট সময় : ০২:৩৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
পদ্মায় তীব্র স্রোতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশ দ্বার পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ঘাটে কয়েক শো যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।
পাটুরিয়া-দৌলতদিয়ায় সকাল থেকেই শত শত যানবাহন সারি রয়েছে। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ২১টি জেলার প্রবেশদ্বার বলে খ্যাত এই নৌরুটে গত কয়েকদিন ধরেই অচল অবস্থা তৈরি হয়েছে। তীব্র স্রোত ও ফেরি সংকটের কারণেই এমন অবস্থা সৃষ্টি হয়েছে বলে দাবী কর্তৃপক্ষের। বিআইডব্লিউটিসির আরিচা কার্যারয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, তীব্র স্রোত থাকায় ফেরি চলাচলে ব্যাহত হচ্ছে।
গত ২৪ ঘন্টায় পদ্মায় ২০ সে.মি. পানি বৃদ্ধি পেয়ে স্রোতের গতিবেগ তীব্র আকার ধারণ করেছে। এতে কাঁঠালবাড়ি- শিমুলীয়া নৌরুটে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তীব্র স্রোতে চলাচল করতে না পারায় বন্ধ রয়েছে ডাম্ব ফেরি চলাচল। রো-রো ও কেটাইপসহ ৫/৬ টি ফেরি ধারণ ক্ষমতার কম যানবাহন দিয়ে কোনরকম গরু বোঝাই ট্রাক, এ্যাম্বুলেন্সসহ জরুরী যানবাহন পারাপার করছে