ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই’জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই’জন নিহত হয়েছে।
ময়মনসিংহের ভালুকায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে সালাহউদ্দিন নামে পিকআপের এক চালক নিহত হয়েছে। হাইওয়ে পুলিশ জানায়, ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাঁঠালি এলাকায় ময়মনসিংহ থেকে ঢাকাগামী পিকআপকে একই দিক থেকে আসা একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপটি মহাসড়কে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই পিকআপের চালক সালাহউদ্দিন মারা যান।
সিরাজগঞ্জর সলংগায় ট্রাক চাপায় মাতিয়া নামে ১২ বছরের শিশু কন্যা নিহত হয়েছে। দুপুরে শিশু মাতিয়া রাস্তা পাশ দিয়ে হেটে বাড়ীর দিকে যাচ্ছিলো। এসময় দত্তকোশা এলাকায় অবস্থিত দেশবন্ধু ইন্ড্রাষ্ট্রিয়াল পার্ক থেকে সিমেন্ট’র একটি ট্রাক সলংগা যাওয়ার পথে শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।