মাসুদ পারভেজ গ্রেপ্তারের পর বেরিয়ে আসছে তাদের নানা প্রতারণা ও জালিয়াতির আরো চিত্র
- আপডেট সময় : ০৭:১৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
রিজেন্টের প্রতারক সাহেদের প্রধান সহযোগী গ্রুপের এমডি মাসুদ পারভেজ রেবের হাতে গ্রেপ্তারের পর বেরিয়ে আসছে তাদের নানা প্রতারণা ও জালিয়াতির আরো চিত্র। মুখ খুলতে শুরু করেছে প্রতারনার শিকার গাজীপুরের কাপাসিয়ার ব্যবসায়ীরা। মাসুদের বিরুদ্ধে চেক জালিয়াতি ও শেয়ারে ব্যবসার কথা বলে কৌশলে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়াসহ নানা অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। মাসুদ পারভেজের বিরুদ্ধে এসব অভিযোগের সঠিক বিচারের দাবি তার পরিবারের। তবে অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।
গাজীপুরের কাপাসিয়ার মাসুদ পারভেজ কাজ করতেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে। অর্থ জালিয়াতির অভিযোগে তিন বছর আগে চাকরীচ্যুত হন । পরবর্তীতে সাহেদের সঙ্গে সখ্যতায় রিজেন্ট গ্রুপে চাকরী পায় সে। সেই থেকে রিজেন্ট গ্রুপের প্রতারক সাহেদের প্রধান সহযোগী হয়ে ওঠেন । এই সুবাধে গাজীপুরের কাপাসিয়া বাজারের জুয়েলারি ব্যবসায়ী চন্দন রক্ষিতের কাছ থেকে পাঁচ লাখ টাকার ভুয়া চেক দিয়ে গহনা নেয় সে। নয় বছরেও সে টাকা আদায় করতে পারেনি ব্যবসায়ী চন্দন রক্ষিত। তার খপ্পর থেকে রক্ষা পায়নি তাঁর বন্ধু ঠিকাদার মাজাহরুল ইসলাম লেলিনও। পাথর দেয়ার কথা বলে তার থেকে হাতিয়ে নেয় ৪ লাখ ৭৫ হাজার টাকা। এক যুগেও পাথর কিংবা টাকা কোনটি পায়নি ঠিকাদার লেলিন।
এদিকে মাসুদের গ্রেপ্তারের খবর গণমাধ্যমে আসার পর মুখ খুলতে শুরু করেছে কাপাসিয়ার মানুষ। শুধু চন্দন কিংবা লেলিন নয়, এই প্রতারক চক্রের প্রতারণার শিকার কাপাসিয়া বাজারের ব্যবসায়ী আলতা মাসুদ,স্কুল শিক্ষক শফিক আহমেদ,ব্যবসায়ী আল আমিন মোড়লসহ অনেকে ।
তবে মাসুদের বিরুদ্ধে অভিযোগ সত্য হলে দৃষ্টান্তমূলক বিচার চান তার বাবা হানিফ মোড়ল। প্রতারণার অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার । করোনা সাটির্ফিকেট প্রতারণা মামলার দুই নম্বর আসামি হিসেবে মাসুদ পারভেজ এখন দশ দিনের রিমান্ডে রয়েছে। এছাড়া নোয়াখালী দায়রা জজ আদালতের এক মামলায় এক বছরের সশ্রম কারাদন্ড এবং ২৫ লাখ টাকা জরিমানার রায়সহ ওয়ারেন্ট ভুক্ত আসামী মাসুদ। তার বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা রয়েছে কাপাসিয়া থানায়।