ঈদুল আযহায় যে কোন মূল্যে জনসমাগম এড়িয়ে চলার আহ্বান ওবায়দুল কাদেরের
- আপডেট সময় : ০৮:০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
করোনা প্রতিরোধে আসন্ন ঈদুল আযহায় যে কোন মূল্যে জনসমাগম এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুর্নীতিতে বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন বানানো বিএনপি নেতাদের মুখে সরকারের চলমান শুদ্ধি অভিযানকে নাটক বলে পরিহাস করা মানায় না বলেও মন্তব্য করেন তিনি। আর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গুজবের মাধ্যমে যারা দেশকে অস্থিতীশীল করতে চায় তারা দেশের শত্রু।
সরকারি বাসভবনে নিয়মিত সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
করোনা সংক্রমণের লাগাম টেনে না ধরতে পারলে সংক্রমণ উচ্চ মাত্রায় পৌঁছে যাবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আসন্ন ঈদে জনসমাগম যে কোনো মূল্যে এড়িয়ে চলতে হবে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকারের চলমান অভিযানকে সমর্থন ও সহযোগিতা না দিয়ে অন্ধ সমালোচনা করছে।
সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সাম্প্রদায়িকতার কোন স্থান এদেশে নেই। যারা এসব ছড়ায় তারা মানবতার শত্রু।