বিএনপি নেতারা দেশ বিরোধী অপপ্রচার ও মিথ্যাচারে লিপ্ত: ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০১:৫১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
বিএনপি নেতারা বৈশ্বিক করোনা সংকটে দায়িত্বশীল ভূমিকা পালন না করে দেশ বিরোধী অপপ্রচার ও মিথ্যাচারে লিপ্ত বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ইতালি প্রবাসী বিএনপির এক নেতার দেশ বিরোধী মিথ্যা বক্তব্য প্রবাসীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ তৈরি করেছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে ছোট করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে লক্ষ লক্ষ প্রবাসীদের অস্থিরতায় ফেলে দেয়া হচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্মরণ করিয়ে দিয়ে বলেন বিএনপি দেশে -বিদেশে যে ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী তা আবারও প্রমাণ হলো। ওবায়দুল কাদের বলেন মিথ্যাচার করে দেশের বিরুদ্ধে অপপ্রচার করাই হচ্ছে বিএনপির রাজনীতি। সরকারের বিরোধিতা করতে গিয়ে বিএনপি দেশের বিরোধিতায় নেমেছে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, এসব কারনেই বিএনপি দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।