কেন্দ্রীয় ঔষধাগারের উপ-পরিচালক এবং সিনিয়র স্টোর কিপারকে জিজ্ঞাসাবাদ করছে দুদক
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০
- / ১৫২২ বার পড়া হয়েছে
মাস্ক ,পিপিইসহ করোনা সুরক্ষা সামগ্রী ক্রয়ে দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় ঔষধাগারের উপ-পরিচালক জাকির হোসেন এবং সিনিয়র স্টোর কিপার ইউসুফ ফকিরকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা।
সকালে দুদকের প্রধান কার্যালয়ে পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করছেন। এর আগে সকাল ১০টায় দুদকের তলবে হাজির হন ওই সিএমএসডির ওই দুই কর্মকর্তা। করোনা সুরক্ষা সামগ্রী ক্রয়ে দুর্নীতির অভিযোগ তদন্তে গতকালও কেন্দ্রীয় ঔষধাগারের সহকারী পরিচালক ডা. মো. শাহজাহান, সাবেক ডেস্ক অফিসার ডা. সাব্বির আহম্মেদ, স্টোর অফিসার কবির আহমেদকে জিজ্ঞাসাবাদ করে দুদক কর্মকর্তারা। ১২ জুলাই দুদকের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী স্বাক্ষরিত এক নোটিশে সিএমএসডির ৬ কর্মকর্তাকে ডাকা হয়।